ফাগুন মানেই
---
ফাগুন মানেই উদাস দখিন হাওয়া
ফাগুন মানেই নতুন কিছু পাওয়া।
ফাগুন মানেই নতুন কিছুর আশা
ফাগুন মানেই একটু ভালবাসা।
ফাগুন মানেই রক্ত বর্ণ ফুল
ফাগুন মানেই তোমার স্বর্ণদুল
ফাগুন মানেই বনে বনে সবুজ বরণ কণ্যে
ফাগুন মানেই ইচ্ছে জাগে হারাতে অরণ্যে।
ফাগুন মানেই অচিন পথে পথ হারাবার ডাক
ফাগুন মানেই ভয়হীনাদের বাকবাকুম বাক।
ফাগুন মানেই তোমার চোখের একফোঁটা জল
ফাগুন মানেই তোমার পাশে আমার থাকার বল।
ফাগুন নিয়ে আসে শুধু হাসি, সুখের বান
ফাগুন আমার ভাঙা মনে ভালোবাসার গান।
২৯/০২/১৭