ফাগুন
----
ফাগুন তুমি ঝরাও আগুন
কৃষ্ণচূড়ার বনে।
ফাগুন তুমি একটু হেসে
দোল দিয়ে যাও মনে।
ঝরা পাতার দেশে তুমি
একটু উদাস হাওয়া
তোমার বায়ে মুখর সবাই
এইতো পরম পাওয়া।
কখন যেন আসলে তুমি
টের পাওয়া যে দায়,
তোমার পরশ লাগলে মাঝি
উদাস ভাইটাল গায়।
বনে বনে ফুল ফুটালে
হাসলো প্রজাপতি,
সেই হাসিতে আকুল সাগর
হারায় যে তার মতি।
আকুল হল চাঁদরজনী
পূব আকাশের লাগি,
তারই সাথে একলা বসে
আমি কাটাই জাগি।
হলুদ বরণ কন্যে তুমি
কোন দেশেতে বাস,
জলতরঙ্গে ছন্দ তুলে
থাকো, সারা বছর মাস।
১৩/০২/১৮