একটি চিঠি
---
আমার প্রচণ্ড অবসরে যে থাকে সাথী,
একটি আকাশ, একটি নীল সমুদ্র;
আর অনেক দূর থেকে আসা
জলহাওয়ায় ভেজা তোমার নীল চিঠি
তুমি যাও একটি অচেনা দ্বীপের সন্ধানে,
সুনীল সমুদ্রের পর আরও জলরাশি,
ঢেউয়ের পর ঢেউ, কেবল ঢেউয়েরই রাজ্য---
কেবলই জলে ভেসে থাকা তোমার!
কতকাল দেখি না তোমায়!
তোমার কাজ আর আমার জন্য
একটি নির্জন দ্বীপের সন্ধানে
তুমি চষে বেড়াও নীলতিমির রাজ্যে।

জানি না আমরা কেউ
কবে আমাদের ফের হবে দেখা,
হয়ত একটি জীবন কেটে যাবে
মনের মত একটি নির্জন দ্বীপের সন্ধানে
আমাদের স্বপ্ন ছিল,
তেমন একটি দ্বীপের সন্ধান পেলে
আমরা নতুন করে সাজাব সব,
পাহাড়, অরণ্য, নদী সব আমাদের মনের মত হবে,
এমনকি জীবজন্তু মানুষসমেত,
সেই কবে ঘর ছেড়েছ!
মাঝে মাঝে মেঘের পালকে তোমার চিঠি আসে,
আমি জানালা খুলে তোমার চিঠি পড়ি,
জানি না সমুদ্র কতটা নীল, কতটা রহস্যময়,
এক জীবন কেটে গেল কেবল রহস্যময় তোমার জন্য,
একটি দ্বীপের জন্য, মনের মত একটি ঘরের জন্য।
১০/১২/২০