এক টুকরো জমিন
---
অনুচ্চারিত পঙ্ক্তিমালার
ব্যবচ্ছেদে গাঢ় হয়
নীলাভ ব্যথাগুলো,
সকালের রোদের গন্ধ হারায়
তার যাবতীয় সৌন্দর্য,
বিলাপের প্রলাপে মুখর মনোভূমি
লাল নীল বদলে যায়
বৈধব্যের ধুসরতায়;
ধরে রাখে যে আধার
সেই তো শূন্য এখন,
ঘোরতর সংকটে কাঁদে
অবুঝ সবুজের দল।
প্রলোভনের মত্ততা শেষে
পড়ে থাকে কেবল
এক টুকরো অন্ধকার জমিন।
০৭/১১/২১