এক জীবন
---
যাব বললেই হয় না যাওয়া,
পিছুটান থাকে,
থাকে ছোট ছোট মৃদু বন্ধন
ডালপালা ছড়ায় যেমন বৃক্ষ
থাকে কিছু প্রশ্ন ভেতরে গুমরে কাঁদে
গুমোট মেঘের মত,
হয়ত নীরব ব্যথাই বাধা দেয়,
অভিমানে বোবা হয়ে যেতে হয়,
তাই থেকে যাওয়া,
ততটা দৃঢ় নয় বন্ধন, নেই অনুভব
কেবল অভ্যাসের মতই দিনযাপন
কতকাল যাই যাই করেও
হয় না যাওয়া,
শুধু অবয়বটা নিয়ে থেকে যাওয়া
কারণ চাই সবকিছু দৃশ্য সুন্দর, নিপাট
ভেতরে রক্তক্ষরণ
দহনের তীব্র ক্ষত নিয়ে
করি এক জীবন পার।
২৫/০২/২০২১