ইচ্ছের ছড়া
--
মাঠের পর মাঠ ছাড়িয়ে
দৃষ্টি আমার যায় হারিয়ে
অনেক দূরের মাঠে,
খেলার সাথী আগ বাড়িয়ে
ডাকছে যেন হাত নাড়িয়ে
পদ্ম দিঘীর ঘাটে।
চেনা পথে গাছের সারি
নজর কেমন নিচ্ছে কাড়ি
পথের শেষে নদী,
কাশের বনে আলতো হাওয়া
আপন মনে যায়গো যাওয়া
এমন হত যদি।
বাড়ির পাশে বাঁশের বন
ঘুরছে লাটিম ভন ভন
দূরে বাজে বাঁশী,
রাখাল রাজা চুপি চুপি
একলা চড়ে দিয়ে টুপি
মুখে মধুর হাসি।
এমনি আমার ছেলে বেলা
সময় যেত করে খেলা
অনেক দিন আগে,
আবার পেতাম যদি ফিরে
খেলার সাথী থাকত ঘিরে
ইচ্ছে তেমন জাগে।
১২/০৯/২০