দোষারোপ
---
না হয় আরেকটু অপেক্ষা করি,
তারপর ফের দোষ খুঁজি পরস্পরের!
পূর্বপুরুষের ভূমিতে করেছি কর্ষণ
করেছি চর্চা হালচাষের,
অনাবাদি কিংবা জলাভূমিতে
করেছি চাষ, বীজের, প্রাণের।
চৈত্রের দগ্ধ ভূমিতে, জোয়ারের জলে
খুঁজেছি আশ্বাস, লাঙলের খুঁটিতে
পেয়েছি ফের জীবনের সন্ধান।
তবুও খুঁজে ফিরেছি দোষ,
হালের বলদ হয়েছে পণ্য
যন্ত্রের পেষণে পেশি হয়েছে কাতর।
অতঃপর একদিন দেখি যা কিছু ছিল
সবই তার হয়েছে হাতবদল।
দোষারোপ শেষে নেমে
আসি কাচের স্বর্গ থেকে ফের ভূমিতে।
সবখেকো রাক্ষস গিলেছে সব,
নীরস ভূমিতে ফের করি প্রাণসঞ্চার।
হাতিয়ার নেই, বলদশূন্য গোহালে
চুপিসারে কাঁদে অতীতের স্মৃতি।
নেমে আসি মাটির কাছে,
হাত করি হাতিয়ার, এবার আবার
প্রাণপণে করি লড়াই।
অস্তিত্ব টিকাতে নিজেরাই হয়েছি
চাষের সরঞ্জাম, দোষ সব কপালের।
ঘামে জলে ভেজে শরীর,
সব শেষ করে অবশেষে
আবার নিজের কাছেই ফেরা,
ফেরা প্রকৃতির কাছে, দোষ থাক অদৃষ্টের।
২৮/১২/২১