দূরত্ব
---
গোলাপের গন্ধ ভাল ছিল নাকি
একাকী আপন ভুবনে!
যদিও তুমি একান্তই কাছে
দূর চাঁদের মত অজস্র যোজন কাছে
পাশাপাশি বসে থাকা তবু
ভাবনার জগতে অসংখ্য গড়মিল।
তাইতো তুমি মনে মনে যখন
আরশোলার পিছু পিছু ধাও
আমি তখন আটলান্টিকে ভাসাই আমার নাও
কথার মালায় থাকে অনতিক্রম্য বন্ধন
কিছুতেই যেন একসুরে একলয়ে বাজে না সুর
পাশাপাশি আজীবন তবু, হয় না এক মন এক প্রাণ
একই দ্রবণে ভিন্ন তরলে থাকে ঘোর দ্বন্দ্ব
খামাকাই ফুলের বাগানে ঘুরি একসাথে
তুমি খোঁজ ফুলের শত্রু কীট, আমি খুঁজি সুগন্ধ।
০২/১২/২১