দরজার ওপাশে
-----
আমি বহুকাল দাঁড়িয়ে দরজার ওপাশে
তৃষিত প্রতীক্ষায়,
হঠাৎ চাঁদ ডুবে গেল
আর আমি মিশে গেলাম অন্ধকারে
এখন আমি অদৃশ্য, উধাও হয়েছি
অতল অন্ধকারে।
কী ছিল ওপাশে?
হয়নি জানা, হয়নি দেখা;
অচক্ষু আমি, অন্তর দৃষ্টিহীন।

মনোময় ছিল যা কিছু যেখানে
দ্রুত হলো প্রস্থান,
সবেগে পতিত একটি নক্ষত্র,
ছায়াপথে অস্থির দুঃসহ প্রহর
ক্রমশ নাগিনীরা ধায়,
দখল করে অন্তরলোক
দরজার ওপাশে ছিল চাঁদ,
ছিল ধবল জোছনা, আর অনেক জোনাকী
ছিল অজানা ভালোবাসা-প্রেম-বিরহ,
ছিল বিবিধ পুষ্পগন্ধ।

অথবা ছিল কুটিল কোন বিষবাষ্প,
উদগিরণে লাভার স্রোতে বিদীর্ণ হত প্রান্তর
এখন ওখানে কেউ নেই,
কিছু মরা পাতা আর রুক্ষ বৃক্ষ দাঁড়িয়ে মরুতে
আমি চলি কোন এক বকুলের অন্বেষণে
অথবা রজনীগন্ধা নয়তো হাসনুহেনার
অতএব তারা নিমেষেই আপন করে নিল আমায়,
আমাতে রচিত হল এক উদ্যান,
পৃথিবীর সবচেয়ে দামী উদ্যান এখন আমার করতলে।
২২/১১/১৮