দগ্ধা
--------
তোমার চলে যাবার দিনটিতে
কোথাও কোন শব্দ ছিল না,
আকাশে ছিল ঘন কালো মেঘ
বৃষ্টি বিহীন দিনটিতে ছিল ঝড়ের পুর্বাভাস।
নিস্তব্ধ প্রকৃতি ভুলেছিল মমতার বাঁধন।
সমস্ত হৃদয় দিয়ে আমি শুধু তখন
একফোঁটা বৃষ্টি চেয়েছিলাম।
আমার অস্তিস্ত্বে ছিল বিলুপ্তির মর্মবেদনা।
আমি বৃষ্টি চেয়েছি আকাশের কাছে,
আমি বৃষ্টি চেয়েছি প্রকৃতির কাছে,
আমি বৃষ্টি চেয়েছি জলধির কাছে,
আমি বৃষ্টি চেয়েছি আমার চোখের কাছে।
কোথাও নেই একফোঁটা জল,
তোমায় জলে ভিজাব বলে,সাথে আমার অন্তরাত্মা।
আমি চাতককে বলেছি আমার সঙ্গী হতে,
আমি ময়ুরকে বলেছি আমার সঙ্গী হতে,
আমি একটি কদম ফুলকে বলেছি করজোড়ে
আমার সঙ্গী হয়ে নীল বেদনার ঘ্রাণ নিতে।
কোথাও কেউ নেই যখন অনেক প্রতীক্ষার পরে-
অবশেষে আমি পথেই নেমে এলাম।
তোমার যাবার দিনে আমি চেয়ে থেকে চেয়েছি
শ্রাবণের পানে,যদি মেঘেরা আসে মাটির কাছাকাছি।
অতঃপর তুমি এগিয়ে গেলে দৃপ্ত পদভারে
অনিশ্চিত বন্দরের দিকে।
প্রকৃতিতে নেমে এল হঠাৎ সন্ধ্যা, সেই ক্ষণটিতে।
ঝড়ের তীব্র আঘাতে আমি ক্ষত বিক্ষত।
আমার আঁচলে এখন অজস্র বৃষ্টিরা লুটায়
শুধু তুমি জানলে না,কত মেঘ বৃষ্টি হল,
চোখের বৃষ্টিতে, হৃদয়ের কাছাকাছি নেমে এল।
বৃষ্টি এখন অণুক্ষণ সঙ্গী আমার।
হৃদয় এখন এক ছেড়া কাব্যগাঁথা।
১৫/০৯/১৮