দীর্ঘশ্বাসের কারণ
--
কী আর বলি বল!
এখনও তো পূর্ণ হইনি,
হিতাহিত বোধশূন্য,
চারপাশে যা কিছু,
সব মিলিয়ে তার এই পৃথিবী,
কী করে নিই দখল বল!
এখনও তো ঢের বাকি উপলব্ধির,
বোঝা না বোঝার গণ্ডী পেরিয়ে
কী থাকে অবশেষে
কী থাকে আকাঙ্খার সমাপ্তিতে!
চিরায়ত সুর ডেকে ডেকে
অদ্ভূত অজানায় মিশে যায়,
অযথাই হয় কালক্ষেপণ,
সুরের নদীতে নামে বিষাদের ঢেউ
তবুও পদক্ষেপ থাকে নিয়ন্ত্রিত,
শব্দেরা থাকে শ্লীলতার চাদরে,
ফুলের মত পবিত্র শব্দাবলীতে প্রকাশ
হৃদয়ের অমৃতভাষণ।
কুণ্ঠিত সঞ্চয়ে বিন্দু বিন্দু জল
কী করে হবে বিশাল জলধি!
অপূর্ণ ভাণ্ডারে জুটে না রত্ন,
হয়তো মানুষ হইনি এখনও,
বড় যত্ন করে দীর্ঘশ্বাস কাঁপায় চৌদিক
কবে আর বল মানুষ হব আমি!
কবে আর হব না দীর্ঘশ্বাসের কারণ!
পরিপূর্ণ মানুষেরা কখনও
হয় না দীর্ঘশ্বাসের কারণ কারও।
--২৯/১২/২০১৯