দীপ নিভে গেল
-------
****--
অবশেষে তুমি যাত্রী হলে নির্ধারিত গন্তব্যের,
পরে রইল একরাশ স্মৃতির ধূলো,
পৃথিবী জুড়ে নেমে এলো অমাবস্যা
আজকের সূর্যোদয় কেমন ছিল জানি না,
জানিনা কেমন করে সেজেছিল আজ
পুষ্প অনুরাগে?
স্তুব্ধ প্রকৃতিতে ছিল কি আজ মেঘ,কদম আর
হাওয়ার সম্মিলন?
আজ কি পৃথিবী তেমনি আছে যেমন
আমি দেখে নিয়েছিলাম
তোমার চোখের আলোয়?
আমি দেখি অতন্দ্র নির্বাক প্রহর,
বিন্দু বিন্দু নির্বাক কষ্ট
আমি বিলীন বিস্ময়ে, হঠাৎ নির্বাসিত একাকী পথিক,
এ সমুদ্র কি করে একাকী পাড়ি দিব আমি?
একাকী আমি কি করে যুঝব সুনিশ্চিত সমরে?
ছিন্নভিন্ন জীবন সন্ধির সংযোগস্থল,
কেয়ুরের রিনিঝিনি, পায়েলের ছমছম আর রক্তিম
প্রিয় রঙ আমার,অস্তাচলে মিলায়-
মিলায় জীবনের সব রূপ- রস- গন্ধ বিহনে তোমার
জীবন গোধুলী লগ্নে,আসছে বিরূপ নিশি তামসী,
এসময় ছিল যে আলোর প্রতীক্ষায়
দুচোখে বইয়ে দিল জলহীন শুষ্ক প্রলয় প্লাবন,
ভোঁতা অনুভূতি নিয়ে নিরেট হৃদয়,
দীপ হঠাৎ করেই নির্বাপনে গেল।
--১৩/৮/২০১৮