দিনের শেষে
--
দিনের শেষে ক্লান্তি নামে
দেহের কোনে
চোখের কোনে
মনের কোনে,
দেহলতায় জং ধরেছে
চোখের কোনে জল জমে না
মনের পাতায় রঙ খেলে না,
বৃষ্টি জমে মনের কোনে
ক্লান্তি হাসে হঠাৎ করেই
সময় যখন হয় অসময়।
২৬/০১/২১