দিব্য
--
যদি মেঘ সরে যায় রোদ্দুর হাসে
যদি নদী থেমে যায় চৈত্রের মাসে,
তবু ফুল ফুটবে
কিছু ভুল জুটবে।
যদি ঝড় ধেয়ে আসে হঠাৎ করে
যদি হিম নেমে আসে মাটির পরে,
কিছু ক্ষণ ভুলবে,
কিছু সুর তুলবে।
হোক তা সে বেসুরো রাগিণী,
ফণা তোলে কালসাপ নাগিনী।
পায়ে দলে চলে যায়
কিছু কথা বলে যায়
আকাশের বিশালতা ডেকে নিয়ে বলে
হারাবার কিছু নেই,ছুটে আয় চলে।
যদি মন মরে যায়,
ভয়ে পথ ভুলে যায়,
বেঁচে থেকে লাভ কী! আধমরা হয়ে
থাকে সাথে জড়তা, ভগ্ন হৃদয়ে।
ভয়হীন বেঁচে থাকি,
স্বপ্নটা চোখে আঁকি,
জীবনের সন্ধানে খুঁজি দিশা পথের
অমৃত ছেঁকে নিয়ে সখা এক মতের।
---২১/১০/২০১৯