ধরে রাখা
---
ধরে রাখাই সবচে কঠিন
ধরে রাখা যায় না
চলচ্চিত্রের মত বদলে যায় দৃশ্যপট,
একের পর এক সেলুলয়েডের ফিতা যেন
হাসি পেরিয়ে কান্নার জগৎ
আবার কান্নার পরে হাসি।
প্রতিটি মূহুর্ত ছুটে চলে অবিরাম
কোন অজানা গন্তব্যে করে প্রস্থান!
ধরে রাখা যায় না কিছুতেই
তুমি যাও, সে যায়, মূহুর্তেরা যায়
আমি দেখি,
আমিও অধরা হব, চলে যাব একদিন।
ধরার বাহিরে এই ধরা
কেবলই অলীক মায়াময় স্বপ্ন
বুকের ভেতরে তোলপাড়
অজানা কষ্টেরা করে অতীত ভ্রমণ
মনে হয় এইতো সব ছিল,
নিমেষে কোথায় মিলিয়ে গেল!
ভালবাসা, প্রেম, সুখদুঃখ
সবই মিলায়, জীবন যেন এক
নাতিদীর্ঘ চলচ্চিত্র।
১০/০৫/২২