ধারা
--
কী অদ্ভূত তাই না!
কে জানে ওখানেই ছিল
আকাশ জয়ের বাসনা!
যখনই এল তারা কাছাকাছি
সুপ্তির কাল হয় শেষ,
জেগে উঠে প্রসূণ,
বেড়ে উঠে বরাবর, আকাশ ছু্ঁতে চায়।
বহুদিন ছিল পাশাপাশি,
ফুটেছিল অবশেষে কামনার ফুল,
তারা হল লীন সৃষ্টির প্রয়োজনে।
মাটি আর বীজ কণা,
পরস্পর হাত ধরে চলে,
জল দেয় প্রাণ,
আকাশের ছায়ায় নির্ভয় পথ চলা,
এভাবেই বয়ে চলে উৎপন্নের ধারা।
২০/০৭/২০