ডানা
---
আকাশে ছিলো শঙ্খচিল
আমি নিলাম তার ডানা
এবার আমার উড়ে যেতে
নেই, নেই,নেই তো মানা।
মানবো না যে নিষেধ আর
ইচ্ছেতরী ভাসিয়ে দিয়ে
পাড়ি দিবো দূরপাড়ি ওই
উথাল  ঢেউয়ের সঙ্গ নিয়ে।
বাজুক তোমার করুণ বাঁশি
যাক শোনা তা গগন মাঝে
গান শুনিয়ে নিজের সুরে
সাজবো এবার আপন সাজে।
---১০/০৩/২০১৯