ডাকে
--
ডাকে, সমুদ্র আমায় বরাবর ডাকে;
পাহাড়, নদী, মরু প্রান্তর
তেপান্তরের মাঠ আমাকে সবসময় ডাকে।
ডাকে নীল আকাশ, ডাকে নির্জন অরণ্য,
ডাকে পাখীদের বাসাগুলো কিংবা
শীতে বেড়াতে আসা পাখীগুলোর নরম পালক
সাদা সাদা মেঘগুলো আমায় ডেকে চলে অবিরাম।
আমি থাকে অঙ্গনে, প্রাঙ্গন সাজাতে সাজাতে
ডাক শুনে যাই অবিরাম।
ইচ্ছে হয় সব ছেড়ে ছুঁড়ে কিছুদিনের জন্য
অদৃশ্য হয়ে রই।
বইয়ের পাতায় মুখ গুঁজে থাকি
বিশাল কোনও গাছের নীচে
যেখানে পাতাগুলো আমাকে আড়াল করে দেবে,
আমি লুকিয়ে রইব অন্তত কয়েকটি দিনের জন্য।
ইস্ আমার যদি পাখা থাকত, কিংবা ইচ্ছে ঘুড়ি হতাম!
নাটাই থাকত নিজেরই হাতে,
তবে ইচ্ছেমত পাহাড় নদী সমুদ্র আর আকাশ দেখে বেড়াতাম।
আনমনে হাত রাখি ফের সংসার অরণ্যে,
যুদ্ধে যুদ্ধে ক্ষত হয় গভীর,
আজীবন নিজের সাথে নিজের যুদ্ধ, মানিয়ে চলার যুদ্ধ,
মেনে নেওয়ার যুদ্ধ।
মানুষকেই মানিয়ে নিতে হয়, ভেতরে চাপা দিতে হয়
অপ্রাপ্তি আর দুঃখবোধ,
হাসি হাসি মুখ করে বলতে হয়, ভালো আছি।
মানুষের ডানা থাকে না,
মুখ থুবড়ে পড়ে থাকে বিতৃষ্ণ হয়ে অযাচিত হয়ে,
যেখানে নেই উপশম ঠিক সেই খানে।
মন কেবল চঞ্চল পায়রা হয়ে উড়ে,
উড়ে আর ঘুরে, পৃথিবী জুড়ে, যেখানে মন চায়।
০৫/০২/২১