চলি
----
যাই তবে,কি বল!
আমি থাকব ছায়ার মতন
নিশব্দ নীরবে।
হঠাৎ যখন চোখে পড়বে
পূর্ণ চাঁদের গ্রহণ
ভেবে নিও আমিও ছিলাম
চাঁদের সাথে, জোছনা বিলাসে।
আর একটু থেকে গেলে কি হত?
তোমার এই প্রশ্নের জবাবে
দখিণ হাওয়া একটু দোলাবে
হাস্নাহেনার ঝাড় আলতো ছোঁয়ায়।
রাত যত গভীর হবে
দুচোখের পাতায় তোমার
স্বপ্নেরা নামবে।
অথই জোয়ারে ভাসাবে তোমার দুই কুল।
আমি তটিনী হয়ে ধীরে বয়ে যাব,
তোমার অশ্রুজলে।
---২৭/৫/২০১৭