চকিত ছন্দে পলাতকা ধায়
---রুবি বিনতে মনোয়ার
আনন্দ সন্ধ্যায় আনন্দ হাসে নন্দন কাননে
পুষ্প নন্দিত আজ মুক্ত বন্ধনে
মন্দাকিনী নৃত্যে চঞ্চল, বিমুগ্ধ কন্দ চন্দন সম।
অন্ধ ঘোর যামিনী পেরিয়ে অন্তর বন্দরে
ছন্দে ছন্দে গীত হাস্যে উদ্বেলিত,
নিবিড় চয়নে অনিন্দ্যসুন্দর আজ
মুখরিত মৃদুমন্দ গন্ধ বিভোর বায়ে।
সুন্দর আজ নেমে এসেছে স্পন্দিত স্পর্ধায়
সব তাই সগৌরবে খন্দ এড়িয়ে
হিন্দোলিত গীতিময়ীর অপূর্ব হৃদে।
বন্দর ফেলে নোঙ্গর ছেড়ে
সদা পলাতকা ধায় সুমন্দ পায়
চকিত ছন্দে হারায়
চিরচেনা অন্তর্দ্বন্দ্ব ত্যাগি
অসীম অচেনা সমুদ্র বক্ষে।
৫/৪/১৯