চিরায়ত
--
হল জমি হালচাষ হলে পরে
প্রোথিত হয় প্রাণ,
উদ্ভব হলে পরে নতুন অনেক প্রাণ
আকুপাকু দৃষ্টিতে তৃষ্ণা
যেন ছুঁয়ে দিতে আলো।
ধানের কাব্য জাগে নিভৃত পল্লিতে,
যেন অক্ষরের বুনন শেষে
জেগে উঠে কবিতার খাতা,
চিত্রকল্প যেন সহস্র শতাব্দীর
অমিমাংসিত ইতিহাস।
১৩/০৫/২১