চোরাবালি
-------
চোরাবালি মন
বিঁধে অজস্র কাঁটা আর দুঃসহ প্রহর
অজস্র প্রশ্নবাণে যাপিত জীবন
অতন্দ্র যাত্রী নিঃসীম অয়নে,
বাঁকে বাঁকে ঝাঁকে ঝাঁকে
অনুষ্ণ পরাভব, রুদ্ধ জোয়ারে।
স্তব্ধ সময় কাটে স্বপ্নীল ঘোরে
পাষাণপুরী হয়েছে কুটিল
হৃত গৌরব, অন্তর্দাহে পীড়িত মর্ত্যলোক
সঁচারিত জ্যোতি,নিদাঘে স্নিগ্ধতা অপার
ভাসি প্রতিকুল স্রোতে তবু
হাসি অশ্রু জলে,
হেঁটে যাই জীবনের পথে।
২৪/১০/১৮