চটক
---
চঞ্চল তুমি যে আধারে
হয়েছ চঞ্চলা,
রহস্যময় তোমার চলন,
তুমি কর চয়ন এখানে ওখানে
অস্থিরমতি যেন।
তোমার চয়নের নিনাদ
টঙ্কারিত হয় চট করে,
চটিয়ে চটিয়ে মারো কোপ,
চটান হলে পরে
নিপাট বুননে ছাল,
ঢেকে দাও অবয়ব।
চট করে চড়া তাইতে সে চটক,
মেকি চটকে থাকে আড়ম্বর,
চটকদার চলে চটক করে সম্বল;
আসল চটক যার থাকে,
সে নয় মেকি, চটকে তার
মুগ্ধতা ঝরায় যত আছে গুণমুগ্ধ।
২৬/১০/২০