ছন্দে ছন্দ
---
বিজন বনে
আপন মনে
ঝরে শিশির বিন্দু,
খুব গোপনে
একলা জনে
ঝরায় বারি সিন্ধু।

একটি পাতা
নয়-কো যা-তা
লেখা আছে সব,
কাব্যগাথা
দেয় বারতা
পাখির কলরব।

যখন সময়
হয় অসময়
পালিয়ে যায় সুখ,
তখনই ভয়
জমিয়ে রয়
প্রাণে জাগে শোক।

মন দোপাটি
নয়তো খাঁটি
দোলে দোলাচলে
সবই মাটি
সরে হাঁটি
কুটিল পায়ে দলে।
৩/৩/১৯