ছলনার ফাঁদ
----
চাঁদের পাশেই তারা ছিলো
নদীর জলে ঢেউ,
সূর্য ছিলো সাগর নীলে
দেখলো কি তা কেউ?
রাতের কালোয় জোনাক ছিলো
মেঘের ছিলো আকাশ,
যুঁথীর বনে গন্ধ ছিলো
সুমিষ্ট যেই বাতাস।
কদমতলে ছিলো বাঁশি
ছিলো মোহন ডাক,
রাধার ছিলো নীল শাড়ি
মোহন মধুর বাঁক।
ছিলো কেশের উতল উড়ান
কপোল মাঝে তিল,
হরিণ চোখে হারায় হৃদয়
খুলে হৃদয় খিল।
ফুলের মাঝে কাঁটা ছিলো
ছিল বিষের হুল,
মন না জেনে মনমাঝি
তার হারাল দু'কূল।
জ্বলল আগুন চিতা সম
ভস্ম করে যায়,
খুব একাকী পথিক এখন
একলা তরী বায়।
নিপাট বুনন ছিলো বোনা
নকল সোনার মত,
সব খোয়াল ছলনা যে
গোপন ফাঁদের কত।
২৭/৯/১৯