চিঠি
--
প্রতিদিন চিঠি লিখে যাই
আমার চিঠি,
তোমার জন্য আমার চোখের জলের চিঠি।
কেতকীর সুবাসিত চিঠি, শ্রাবণ ধারায় ভেজা
তোমার জন্য আমার চিঠি
আমি ভাসিয়ে দেই কাগজের ডিঙি নৌকোয়।
কখনও পাঠাই নীল খামে তোমার জন্য
বেদনার নীলাভ রঙ চিঠি
নীল আকাশে নাটাই বিহীন ঘুড়িতে।
কাশের গুচ্ছ আমায় দেয় কিছু রঙ তার,
শিউলির দেয় প্রভাত সুরভি
আনমনে আপন খেয়ায় ভেসে যায় চিঠি।
গাঁদার হলুদে অপরূপা অক্ষরের বিচিত্র সাজে
তোমার জন্য আমার সেই চিঠি
দোল খায় অসীম আকাশে ভাব তরংগে।
হিমেল বাতাস কখনও সঙ্গী হয়,
পলাশ আর শিমুলের রঞ্জিত রাগে
আমার চিঠি পাড়ি দেয় সমুদ্র, কত না বিজন প্রান্তর।
প্রাপকের ঠিকানা অজানা,চৌচির মন
ভীষণ দাবদাহে, রুক্ষ শুষ্ক মলিন সে চিঠি
খুঁজে ফেরে গন্তব্য অনিশ্চিত তার।
ঝড়ের তাণ্ডবে চূর্ণ হৃদয়ের কালি দিয়ে লেখা এ চিঠি
কখনও পৌঁছে না তোমার কাছে,
শুধু খুঁজে খুঁজে  ফিরে ঠিকানা তোমার।
আমার চিঠি ভীষণ খেয়ালে অভিমান ভরে
হারিয়ে যেতে চায় কোন পারাবারে
ডুব দিতে চায় সাগর অতলে।
তোমার দৃষ্টি দূরে বহুদূরে, রহস্যের আড়ালে তবু
তুমি থাক কাছাকাছি,
অনতিক্রম্য দূরত্বে একান্ত কাছে বসবাস তোমার।
আমার অন্তপুরে অধরা তুমি,অঞ্জনে  মিশে আছ,
হৃদয় বার্তা তবু খুঁজে ফিরে পথ,
অবশেষে ঘুরে আসে আমারই কাছে জীর্ণ পত্র আমার।
---১৯/০৮/২০১৯