বোশেখ হাসে
----
বোশেখ মাসে বোশেখ হাসে,
বোশেখ আসে ধানের গন্ধে
ঈশান কোণে মেঘ কালোতে
বোশেখ নাচে খড়্গ নৃত্য।
রোদ-বৃষ্টির মেলায় হাসে,
বোশেখ আসে ভালো মন্দে
যখন জাগে মন আলোতে,
তীব্র দোলায় ভাসে চিত্ত।
বোশেখ থাকে ধানের পাশে
থাকে কৃষাণ মাঠের ছন্দে,
বোশেখ থাকুক সব ভালোতে
বাজিয়ে বাঁশির সুরে নিত্য।
১২/৪/১৯