বুনোপাখীরা
----
বুনোপাখীরা শুনেছিল সে কথা!
পড়েছিল! ঘাসের তুলিতে লেখা
মৃত্তিকার পত্রলেখা!

তারা পরেছিল জলের অলংকার,
আকাশে মেলেছিল ডানা।
যে যার মনোভূমে করে বিস্তার
আপনার মতন,
মনোবনে চাষ করে ইচ্ছের ফুল,
নিরীক্ষিণ তাই আপনার বোধে।

জলে থাকে অঢেল সম্ভার,
থাকে প্রাণ, থাকে শ্বাস লুকিয়ে,
জলের আড়ালে তাই ছদ্মবেশীর
নির্ভেজাল বসবাস।

বুনোপাখীরা উড়ে যায়,
তাদের পাখায় থাকে বিশ্বাস,
দেশান্তরী হয়, সাথী থাকে সাথে।

তারা পড়ে না ঘাসের পত্র,
তারা খুঁজে না অযাচিত দুঃখ,
শিকারীর ফাঁদ ওৎ পেতে থাকে,
লোভের কারণে যদি হয় পতন
বিরহে কাঁদে প্রিয়ার হৃদয়।

থমকে থাকা সময় শেষে
আবার ডানা মেলে দেওয়া,
পিছু ডাকে পরিচিত ফুল, মাটি
ডাকে ফেলে আসা ক্ষণ,
বুনোপাখী উড়ে যায়
ক্ষত-বিক্ষত হৃদয়
আর পিছু ফিরে দেখে না---
ওখানে কিছু ভালবাসাও ছিল।
১৮/০৭/২০