বৃষ্টি তুমি
---
বৃষ্টি তুমি বৃষ্টি শুধু,
নও কো চোখের জল,
বৃষ্টি তুমি ঝরাও কেন
ব্যথা অবিরল।

বাদল মেঘে ভিজে হাওয়া
সকাল দুপুর রাত,
বৃষ্টি তুমি কেন রাখ
দুঃখের হাতে হাত?

আকাশ হতে ঝরে কিগো
মেঘের চোখের বারি
কাজল কালো মেঘ দেয়
মনের সাথে আড়ি।

বৃষ্টি তুমি কদম রেণু
শাপলা ফোটে ঝিলে,
তোমার সাথে ছন্দ হাসে
টিনের চাল আর বিলে।

আষাঢ় তুমি নও শুধু
একটি বাংলা মাস,
কবির মনে ভাবের খেয়া
মন করে উদাস।

এমন দিনে ইচ্ছে করে
ধারার জলে ভাসি,
শীতল মায়া গায়ে মেখে
হৃদয় সুখে হাসি।

অনেক কবির অনেক গাঁথা
রচে বর্ষাধারা,
অনেক গানের বাণীর মাঝে
বর্ষা পাগলপারা।

এমন দিনে মনটি শুধু
উদাস মেলে পাখা
বর্ষা তুমি আমার কাছে
বিচিত্রতায় আঁকা।

থাকি আমি জলবন্দী
পূর্ণ অবয়বে,
মনটি শুধু ভেসে বেড়ায়
জানিনা কোন ভবে।

একটি পাখি খুব একাকী
আমার সঙ্গী হয়,
ভারি মেঘের পাখায় আমি
ঘুরি ভুবনময়।
- ৩/৭/২০১৮