বৃক্ষ তুমি
--
তুমি দাও, তুমি নাও
আবার দাও, আবার নাও-
অথচ দাঁড়িয়ে আছ সটান, সগৌরবে,
আপাত দৃষ্টিতে
তুমি শ্বাস দাও, জীবনীরসে সঞ্জীবিত কর,
যোগাও আত্মার খোরাক।

তুমি ফুল দাও, ফল দাও
অথচ তুমিই সমূলে উপড়ে ফেলো
ধ্বংস কর হিংস্রতায় নগর জনপদ
বৃক্ষ তুমি দাও শীতল বাতাস
ঝড়ের তীব্রতায় তুমিই কর
ক্ষত-বিক্ষত প্রান্তর।

অহঙ্কারের তীব্র বোধ তোমাতে
অথচ তুমি নাকি তীব্র সহনশীল,
পক্ষপাতদুষ্ট নাকি তুমি নও
আমি কী করি!
কেবলই আঁচল পেতে নিই!
কী জানি, ভেবে তো দেখিনি!
দেনাপাওনার সৃষ্ট এ জগতে
কেবলই কি ঋণী থেকে গেলাম!
কখনই ভাবিনি আমি,
পাল্লা দিয়ে মাপতেও যাইনি,
শুধু জানি সৃষ্টির যা ধর্ম
সেই নিয়ে আবর্তিত থাকি,
নিয়মের বাইরে সঞ্চারণ
অসম্ভব, অবাস্তব এক কুহকজাল।
২৯/০১/২২