বসন্তের কোকিল
---
বসন্ত এসেছে বলে
কোকিল ডেকেছে বনে
ফুল ফুটেছে
বসন্ত এসেছে তাই,
ফুলে বসন্ত বনে বসন্ত,
বসন্তের কোকিল তাই
এসেছে বনে,
পাতাঝরা দিন শেষে
ফিরেছে সবুজ
লাল হলুদ আর বিবিধ বরণে
ফুলেরা সেজেছে সুখের দিনে
কোকিল গান ধরে
আজ সুখের দিনে
কত ব্যথা সয়েছে প্রাণে
ফুল আর বৃক্ষ পল্লব
বসন্তের কোকিল গায় গলা ছেড়ে
কেবলই সুখের গান
সুখের দিনে সঙ্গী আজ
বসন্ত দিনের কোকিল।
১১/০২/২১