বড় বিস্ময়
---
খু ন সে তো খু নই
র ক্ত? সে তো লালই
শত্রু মিত্র সবার র ক্তের রঙ লাল
তবে কীসের উন্মাদনায় মেতে ওঠো?
আধিপত্য বাড়াতে
ক্ষমতার নেশায়
কেন মাতো উন্মাদনায়?
কী হবে রাজ্য জয়ে?
সমূলে উৎপাটন করে
বিস্তার করতে চাও রাজ্য তোমার?
সব কান্নার রঙ কি এক নয়?
সব বেদনার আর্তনাদ কি এক নয়?
র ক্তের রঙের সাথে মিশে
কান্নার রঙ, আর্তনাদের সাথে
অবিমিশ্র অভিশাপ,
আসন টলে না তবু
শত আর্তনাদে সাড়া নেই কোন
যাঁর জন্য যত আয়োজন,
তবে কেন এ মিছে সমরাঙ্গন?
সাদা কিংবা কালো
সবাই তো মানুষ
মানুষের খু নে রঞ্জিত মানুষ
অসহায় আর্তনাদে বিফল সে বাণী
'মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য'
মানুষ চিরকাল আপনি ছুটে
কেউ ক্ষমতার স্বাদ পেতে
বাকীরা লোভে, অপার্থিব লোভ
র ক্তে স্নান করে নেশাতুর
মানবতার সব বাণী বড় একপেশে
সবার জন্য তাই সবাই নয়
কিছু মানুষের আর্তনাদ কিছু মানুষ শোনে
সবার আর্তনাদ সবার জন্য নয়
বড় বিস্ময়, বড় বিস্ময়।
১৯/৩/২৫