বর্ণমালার ছড়া
-
অনেক ছবি অনেক ছড়া
আমার বই ছড়ায় ভরা।
ইলিশ আছে, সাগর আছে,
ঈশা খাঁর তলোয়ার আছে।
উঠান ভরা ধান আছে,
ঊনত্রিশের নামতা আছে।
ঋতুর ছয়টি ছবি আছে,
একাই দেখ ময়ুর নাচে।
ঐরাবতের ছবিটা দেখি,
ওঝার খেলা লাগছে সেকি!
ঔষধ খাওয়ার চিন্তা নাই,
নিয়ম মেনে চললে ভাই।
কত কলা গাছে ঝোলে,
খুকি মজার দোলনা দোলে।
গলা সাধে বুড়ো খোকা
ঘাম ঝরিয়ে মারছে পোকা।
সঙ সেজেছে রঙ মেখে,
চল আমরা আসি দেখে।
ছাতা মাথায় হাতিম ভাই,
জামা আছে পকেট নাই।
ঝড়ের সময় আম পড়ে,
মিঞা ভাই আছেন ঘরে।
টক আম খেতে ভালো,
ঠিক কথায় আছে আলো।
ডাবের পানির অনেক গুণ,
ঢাকের বাড়ি বাজছে শোন।
হরিণ থাকে সুন্দরবনে
হাঁস উড়ে আপনমনে।
তাল গাছ ঘুড়ি উড়ায়
থানকুনিতে মন জুড়ায়।
দাদার হাতে ছড়ি ঘোরে,
ধমক খেয়ে উঠে ভোরে।
নীল রঙটি মিষ্টি ভারী,
পালং শাক খেতে পারি।
ফল খেয়ে না খাই জল,
বাড়ির গাছে আছে বল।
ভাই যখন ভাত খায়,
মা তখন শান্তি পায়।
যবের রুটি খেলে পরে,
রশি টানো শক্তি ভরে।
লাউ গাছে অনেক ফুল,
শত শত কলির দুল।
ষ বর্ণতে ষাঁড় হয়,
সংখ্যা যখন ষষ্ট কয়।
হলুদ জামায় লাগে বেশ
আমার ছড়ায় বাংলাদেশ।
২৮/০৫/২০