বর্ণের মালা
--
ভাবের বরণ শেষে
বরেণ্য হয় একটি কবিতা-
কবিতায় সাজে বর্ণ, বর্ণমালা,
বর্ণমালায় সাজানো নিটোল কবিতা
ঠিক যেন একটি সবুজ সবুজ গ্রাম,
আমার সবুজ গ্রাম, বিবিধ বর্ণে সাজানো ;
ঠিক যেন কবিতার মত গ্রাম।
বর্ণে বর্ণে সজ্জিত ভূমি,
ওখানে বিবিধ বর্ণ ফুল,
হরেক বর্ণ প্রজাপতি,
নানাবিধ বর্ণের ছটায় হাসে
আকাশের কোল।
মায়ের কোল ছেড়ে মাটির কোলে পা ;
তারপর দেশ হতে দেশান্তরে
বর্ণচোরা বর্ণ হারায় শেষে।
বর্ণমালার হালচাষ শেষে
রচিত হয় অমর মহাকাব্য;
কৃষকের হাল চষা সারা হলে- হল ভূমি
অবশেষে হয় ফসলের কবিতা।
কবিতায় বর্ণ হাসে,
স্বরবর্ণ, হল বর্ণ মিলেমিশে
গীত হয় কতই না জীবনের পালা গান,
কর্ষিত ভূমিতে সৃষ্টির সুখে
জীবনের বর্ণেরা
বিবিধ বর্ণে হাসে।
(হল ভূমি = যে জমিতে ফসল ফলে।৷ হল বর্ণ = ক থেকে হ পর্যন্ত বর্ণ যেগুলো স্বরবর্ণের সাহায্যে উচ্চারিত হয়।)
২৩/০৬/২০