বর্ণিল উৎসব
--
কালিদহ সাগরে রাত্রি নেমেছিল,
আমাদের মুখরতায়
নিস্তব্ধ প্রহর ভেঙে জেগেছিল চরাচর।
ক্লান্তির ছিল না রেশ,
স্নিগ্ধ স্নানশেষে
এলোচুলে খেলেছিল বাতাস।
ছিল না তো ঘরে ফেরার তাড়া,
আমাদের কৈশোর ধরা দিয়েছিল
হাওরের জলে আমাদের স্বপ্নবিলাস।
সেই একঘেয়ে হিসেব- নিকেশ,
সেই লবনের স্বাদ চাখা,
আর হলুদের বাড়াবাড়িতে
অক্লান্ত ঘরকন্যা।
বড় আদুরে মেয়েবেলা-
কী অবলীলায় ভুলে থাকা,
কী সহজে ফেলে আসা স্বপ্ন বোনার দিন।
কখনও অস্ফুট গোঙানির মত
আনমনে চমকে পিছু ফেরা,
হাতছানি দিয়ে ডাকে স্বর্ণালী মেয়েবেলা।
আজ হিজল-করচে ঘোর লেগেছিল,
স্ফীত প্রবাহিনী সেজেছিল নীল বরণে,
আর মনের মুকুরে উঁকি দিয়েছিল হারানো সে দিন।
অবাধ জোছনা-সাঁতারে একটি রাত
আর অযুত তারা সঙ্গী হয়ে
দিয়েছিল অনাবিল মায়াবী মুহূর্ত।
সবদিন এক নয়,নয় কো রঙিন সব ক্ষণ,
জীবনের বাঁকে বাঁকে থাকে অপেক্ষায়
এমনি কিছু স্মরণীয় বর্ণিল উৎসব-ক্ষণ।
--২০/১০/২০১৯