বনের মেয়ে
---
হাত বাড়ালে পাই না ছুঁতে
না পাই তোমায় কোনো খুঁতে,
কে গো তুমি এলে ভেসে
কালের খেয়ায় হেসে হেসে,
তুমি কী সেই বন মাধুরী!
রূপ যে কার পড়ে ঝুরি!
তুমি কি ঘাসের কন্যা!
নও তো দামী হীরের দুল
বনের বুকে এক বুনো ফুল,
উতল বায়ে দোল দিয়ে যাও,
সবুজ দেশে যাও বেয়ে নাও।
জলের ধারা যায় বলে যায়
মেঘের খেয়া কোন পথে ধায়,
বনের মেয়ে, তুমি সিত বন্যা।
০৪/১০/২০