বন্ধনমুক্তি
--
তোমার চলে যাবার শব্দ শিশিরেরা শুনতে পায়নি,
গাঢ় অন্ধকার যখন নেমেছিল দিগন্তে
আমি দেখি কিছুই আর আগের মত নেই
আমাকে গ্রাস করে বিভ্রমে মরীচিকা
আমি প্রাণপণে ছুটতে থাকি
পরিত্রাণ জানা নেই, নেই আশ্রয়।
বাড়ন্ত লতায় জড়িয়ে যায় পা
হোঁচট খেতে খেতে থেমে যাই,
আবার আমায় গ্রাস করে অন্ধকার
কোথায় আলো! কোথাও কি রয়েছে প্রদীপ!
ক্ষুধার্ত নেকড়ের মত ধেয়ে আসে কি যেন,
তুমি চলে গেলে একাকী,দুঃসহ রজনী কী করে
পোহাই বল!
আচমকাই চাঁদ নেমে আসে,আসে কিছু তারা
নাকি এ আমার দৃষ্টির ভুল!
অজান্তেই করি আত্মসমর্পণ নিষ্ঠুর নিয়তির কাছে
এবার আমি তোমার দেখা পাই বহুদূরে,
তুমি ঘাসের শয্যায় আসন পেতেছ,
আমার কি আছে আর ওখানে অবাধ প্রবেশাধিকার!
ছিন্ন হয়েছে বন্ধন, অঙ্গীকারে ধ্বস নামে
শুরু হয় একাকী আমার যাত্রার আরেকটি পালা।
১৩/০৪/২০২০