বজ্রপাত
--
সোনার হাতে সোনার কাঁকন মানায় ভারী,
তবু তুমি পরে আছ ফুলের চুড়ি,
পরনে তোমার নীলাম্বরী,
খোপায় ঘাসের ফুল,
তুমি কোন আকাশের তারা, তুমি
কোন আকাশের চাঁদ!
জগত জুড়ে মেলেছ পাখা
ছড়িয়ে দিলে আলোয় আঁকা
কোন মোহময় ফাঁদ?
সোনার মেয়ের চোখের কাজল
চোখের সাগর মাঝে হাসে,
ছন্দে ছন্দে ভীরু মায়া
দূরের পথিক আটকা পড়ে
মায়াজালে, বৃন্তচ্যুত কলি যেন,
হঠাৎ করেই বিনামেঘে ঘটে বজ্রপাত।
০২/১১/২০