♥বোশেখ♥
-------
সবুজ পাতার পালক খসে
চৈতি হাওয়ায় দোলে দোলে
বোশেখ এল ওই,
ঈশাণ কোণে কালো মেঘে
আঁধার জমে আস্তে ধীরে
কই গো তোরা কই?

ভরা ফসল মাঠে আমার
স্বপ্ন দু' চোখে ঘিরে
বক্ষে জমাট ভয়,
অথই জলের ডুব সাতারে
এবারও যদি হারাই সব
ভাগ্যে যদি থাকে পরাজয়?

স্বপ্ন দেখি আমার গোলা
ভরবে এবার সোনার ধানে
রৌদ মেঘের ছায়ে,
হাসি খুশি সরল চাষী
দিন কাটাবে মনের সুখে
দুঃখ দলে পায়ে।

পানতা ভাতে পেটটি ভরে
বোশেখ মেলার রঙে সবে
রাঙিয়ে দিলাম মন,
নতুন নতুন বার্তা নিয়ে
সোনার ধানে গোলা ভরে
বোশেখ তুমি হাসো অনুক্ষণ।

বোশেখ আসে সব দুয়ারে
বোশেখ ভাসে মিলন রসে
হালখাতারই উৎসবে,
বোশেখ হল বাংলা মায়ের
আপন ভুবন পাগল পারা
ঐতিহ্যেরই সৌরভে।
১১/৪/১৮