বোবা কান্না
------
অমৃত---
আমার তো তুমি নেই আর
তোমায় হারাতে বসেছি কৃষ্ণার কালজলে
আমার আছে একটি নদী
অশ্রু নদী যার নাম।
নদীটি আমার সাথেই বসবাস করে
তুমি বলতে ডাগর হরিণ চোখ
কাজল নয়না,সুনয়না আরও কতকি!
কেন বলতে? বলনি কোনদিন কেন বলতে
আমি দেইনি কপালে টিপ,
আমি দেইনি দু'চোখে কাজল কোনদিন
তবুও তুমি বলতে আমার দু'চোখে
জুম পাহাড়ের আগুন জ্বলে।
দৃষ্টি অবনত আমার, জুঁই ফুলে যখন বৃষ্টির মাখামাখি
তারপর কতদিন চলে গেছে নীরবে
অন্ধকারে রাতের তারারা নীরবে কথা বলে কত
আমি শুধু শুনে যাই নীরবতার দুঃসহ গান
চকিতে চমকে উঠি, ঐ বুঝি এল ভেসে
প্রভাত পাখির সুর,
আমার নদীটি আগের মতই আছে
নীরবে অশ্রু ঝরে আজও।
শুনি কত না পাওয়ার গান,শুনি কত হারাবার সুর
পেয়েও হারায় কতজনা,কত স্বপ্ন বুকে দলা বেঁধে থাকে
তুমি এখন দিন গুনতে থাক
কবে কখন শুকতারাটি বিদায় নেবে
তুমি বিশ্বাস রেখ সন্ধ্যাতারা তোমায় ঠিক আবার দাঁড় করাবে আরও অনেক দীর্ঘ নির্ঘুম রজনীর দ্বারে
আমার অশ্রু নদী ঝরায় জল
জল সে তো নয়,এযে হৃদয়ের গভীর রক্তক্ষরণ।
আমি চলে যাব,তুমি রইবে পৃথিবীর এই প্রান্তে।
শেষ বিদায়েও কি শেষ দেখা হবে না তোমার সাথে?
নাই বা হল দেখা,জুঁই ফুল আছে তো!
সুবাস নিও,বাতাসে ভেসে বেড়াবে জুঁইয়ের সুবাসে
আমার স্মৃতির অনেক ঘ্রাণ।
--- ২৬/৫/২০১৮