বিশ্বাস, বিস্ময়
---
ওখানে কি তোমার আকাশ ছিলো না?
ওখানে তো আমারও আকাশ ছিলো!
ছিলো বাতাস,ছিলো অক্সিজেন
ছিলো জীবনের শ্বাস,তোমার জন্য
এবং আমার জন্য;
ছিলো একটি পৃথিবী নামের গ্রহ,
মানবতাও ছিলো।
ছিলো না কি?
তোমার ঈশ্বর ছিলো,আমারও।
ছিলো বিশ্বাস,ছিলো ফুল,
ছিলো যাবতীয় সুন্দরের আয়োজন,
ওখানে কেবল পড়ে আছে এখন
একটি রক্তাক্ত, দুঃসহ প্রহরের স্মৃতি
ইতিহাসের একটি কলঙ্কিত দিন।
রক্ত? সে তো তোমারও ছিলো!
একই রক্ত,গাঢ় লাল,
আমারও তাই।
ওখানে কেবল পড়ে আছে শুধু আমারই রক্ত-রক্ত, রক্ত।
কোন মুখে বলো গাই মানবতার গান?
কোন সুরে বাঁধি বিবেকের গান?
মানবতা বহুধা-বিভক্ত,বিবেকও তাই।
যে যার অন্তর্গত বিশ্বাসে কথা বলে,
যে যার প্রয়োজনে কথা বলে,
কথা বলে শুধু নিজস্ব বিশ্বাসটুকু আক্রান্ত হলে।
তাহলে আর বলো না,"মানুষ মানুষের জন্য",
মানুষ কেবলই তার নিজস্ব, ব্যক্তিগত বিশ্বাসের জন্য,
ধিক্ জাহিরকৃত মানবতা,
ধিক্, শত ধিক্ যাবতীয় প্রদর্শন নিমিত্ত আয়োজনে।
১৬/০৩/১৯