বিরহ
--
একদিন গিয়েছিলাম কাছে
যেন সহস্র বছর ছিলাম পাশে,
অনতিক্রম্য দূরত্ব
কিছুতেই ঘুচে না,
ললাটের লিখন
আকাশ তাই থাকো বহুদূর
চিরদিন।
২৪/১১/২০