বিরহী কাব্য
--
আনমনে আনমনা আলপথে যায়
শিশির ছুঁয়ে দেয় তারে,
অজানার ডাকে শিহরিত তনুমন
করবী চম্পা ডাকে কারে,
তুমি চলে যেও এই পথ বরাবর
সাথী হবে রাতের তারা
যদি না হয় দেখা আমাদের আবার
স্মৃতি রবে পথের ধারা।
--২৪/১২/২০১৯