বিপণীবিতান
---
বিপণীবিতান অবমুক্ত,
কেউ আসে, কেউ যায়,
কেউবা নিতান্তই প্রয়োজন মিটাতে
ক্রয় করে পণ্য।
কেউ ভোগবিলাসে মত্ত,
অপ্রয়োজনে উড়ায় টাকা,
বিপণীবিতানে এখানে সেখানে
নিছক চোখ ধাঁধানো পণ্য।
প্রয়োজন নেই তবু কিনে নেয়
পকেটে টাকা, ক্রেডিট কার্ড উসখুস করে
দেখাদেখি বিত্তেরা নামে প্রতিযেগিতায়।
সবহারা পথের শিশুটি উঁকি দেয়,
বিপণীবিতান তাকে উপহাস করে,
এ মানবজীবন নয়কো সমান,
উঁচুনিচু, অনতিক্রম্য দূরত্বে
পরস্পর সম্ভাষণ।
বিপণীবিতান দাঁড়িয়ে সগৌরবে,
ছোটবড় অসংখ্য বিভেদের স্বাক্ষী হয়ে
দেখে যায় ক্ষমতার টাকা,
টাকাই ক্ষমতা,
উচ্ছিষ্ট থাকে বহুমূল্য খাবার,
পথের শিশুটি অভুক্ত সারারাত
নির্দ্বিধায় ডাষ্টবিনে খাবার খুঁজে।
০২/১২/২০