বিমর্ষ  
-----
স্বপ্ন ছিল আকাশ সমান
আকাশে বাঁধব ঘর,
চোখে ছিল মায়ার কাজল
হৃদয়ে প্রেমের সাগর।
সময় ছিল বড় অসময়
ছিলনা কোন গতি,
হারায়ে হেলায় চলে গেল
রয়ে গেল ক্ষতি।
আবার আমি সাজাব তরী
আছে কি জোয়ার?
ভাসাব ডিঙা ভাব সাগরে
বন্ধ করি দুয়ার!
হারমানা হারে নির্বাক আমি
ভেবে চলি আনমনে
ফেলে এসেছি রতন অমূল্য
বৃথা আর অযতনে।
আবার হাসবে ঊষা আকাশে
হাসবে ঘাসের শিশির,
আবার ভাসাবে রামধনু রঙ
চাঁদ তারা ঐ নিশির।
সকল কিছুই রইবে পড়ে
শূন্য আমার সব,
হারিয়ে গেছে সকল হাসি
সুরের কলরব।
বিজন পথে যেতে যেতে
পাই যদি বনফুল,
ধন্য হবে জীবন আমার
হোক না ঝরা বকুল।
--২৫/৯/২০১৮