বিহ্বল
--
রোদে মেঘে খেলে আমার যাযাবর মন,
দিশা ভুলে যায় হারিয়ে পথের বাঁকে,
কোন সে পথের শেষে?
বেনারসীর আঁচল গড়ায়,ধুলোয় লুটায় যে
চোখের কোণে কাজল হাসে অশ্রু লুকোয়
দৃষ্টি গোপন করে।
আকাশ পারে বিজলী নাচে,একটি চিঠি পেয়ে
লেখার রেখায় শোভা ছড়ায় শ্রাবণ ভাদর আশ্বিন
মেঘের দিন।
চোরকাঁটার ফাঁকে বিঁধে একটি হৃদয় চৌচির
অথই জলে সাঁতরে বেড়ায়,হাতড়ে বেড়ায়
সবুজ কিশোর দিন।
--১৭/১২/২০১৯