বিদায়ের শেষে
---
আতর লোবানের আয়োজন শেষে
কোথায় নিয়ে যাবে আমাকে!
ওখানে ফড়িং নাচে? রঙধনু আকাশটাকে দখল করে আচমকা!
ফুল ফোটে আড়ম্বরহীন!
কারো মুখে শব্দ নেই,
চোখে কারও বিষন্নতা, কারও চোখে আনন্দ খেলা করে।
হিম হিম আতঙ্কে ক্রমশ জমে যাওয়া আরও,
কী করে হবে বসবাস বেহিসেবী সময়ে
একাকী নির্জন আবদ্ধ কোটরে!
এখন পৃথিবী যেন প্রচণ্ড বেগে ঘুরছে,
সময়ও যেন দ্রুতই ফুরিয়ে আসে,
কেবল দেখে যাই বিদায়ের আয়োজন।
কী আছে ওই ওপারে
যাত্রাশেষে কী আছে আমার!
কিছুটা সময় কাটবে এমনি আমায় নিয়ে কোলাহলে,
দায়িত্বের পালা শেষ হলে সবাই ফিরবে ঘরে,
আর আমি! আমাকে আর সঙ্গী করে না কেউ
বিদায়ের শেষে।
ভবিতব্য  জানি না, উৎকণ্ঠিত অপেক্ষা আমার,
দিতে হবে উত্তর অজস্র প্রশ্নের,
উত্তর নেই জানা।
সব ভুল স্বরলিপি, অদৃশ্য কালিতে অমোচনীয়
অদৃশ্য সেই অবিসংবাদিত সংবাদ।
৯/১২/২০