বিদায় কাব্য
--
মাঠের ওপারে মাঠ
হরিৎ শষ্যক্ষেত্র দোলে,
আর তোমরা রয়ে যাও এখানেই
আমি চলে যাই দৃষ্টির আড়ালে,
জীবনের কুটিলতা এখনও এখানে
বাড়ায়নি হাত,
নিঃশব্দ তরঙ্গে দোলে যায়
সতেজ সবুজ জীবন এখানে।
বিস্ময়ে বিমুঢ় আমার দু'টি চোখে
বৈপরীত্য যোগ হয় গভীর সম্মিলনে,
আপাত বৈষম্য সম্মুখে তবুও বৈষম্যহীন
অদ্ভূত খেয়ালে বিষম নৃত্য তার,
সংশয়ে বিপাকে চিত্ত কুণ্ঠিত,
দক্ষিণ হস্ত আপনি সঙ্কুচিত,
আনত দৃষ্টি উদার দক্ষিণায়।
ক্লেদ জমা আছে পরতে পরতে
কুঞ্চিত ললাটে চিন্তার গাঢ় ছায়া,
শুধু মিছে দেনা-পাওনার অঙ্ক কষে
একটি জীবন পার
সময় যখন সময়ের মত গড়িয়ে চলে
আর নিজেকে ভাসাই সময়ের স্রোতে
গভীর অনুরাগ মলিন তখন,তাই
চাঁদ নিমেষে হারায় মেঘের আড়ালে।
জীবনবৃক্ষে আসে পাতা ঝরার বেলা,
জীবন্মৃত বসে চেয়ে থাকা
কেবল জীবনেরই দিকে
আমার সময় শেষ হয়ে এলো
অজান্তে আমার,
দিকচক্রবালে গোধুলী নামে
আর বিক্ষিপ্ত মন জড়ো করি আমি,
অবশেষে প্রস্থানে আমার তাড়া,
সবুজের নিচে সূর্যের স্নান
আমার জন্য নয়।
তামাটে দেহ আর ধুসর চোখে
আক্ষেপের দাবদাহ,
তোমরা ভাল থেকো সবুজের কাছাকাছি,
আমার তরী নোঙ্গর ফেলেছে
এখনি হয়ত যাত্রা শুরু -নিরুদ্দেশে
ক্লান্তিতে বিবশ একটি দেহ-যন্ত্র।
--২১/১১/২০১৯