বিদায় বেলায়
---
বেদনা লুকাতে ছল করে
করি যত আয়োজন,
কিছু কথা বলে যাই
কিছু হাসি গোপনে লুকায়
অন্তরের কান্না যত।

যখন বেলা ছিল আমাদের
মুখরিত কোলাহলে
মুখর এ আনন্দ প্রাঙ্গন,
বেলাশেষে সব পড়ে থাকে
চোখের পলকে আসে
বিষাদের করুণ সময়।

এ খেলাঘর এমনি থাকে,
এমনি হয় ক্রমাগত প্রস্থান,
বিষাদে আছন্ন প্রতিটি প্রহর
আবার জাগে নতুনের ডাকে,
সব সময়! কী অদ্ভুত এক
ধারাবাহিক লুকোচুরি খেলা।

আনন্দময়ী যায়---

৩০/১০/২৩