বেসুরো যখন
---
যখন বোকা ছিলাম ভাবতাম
আমি হয়েছি পরিপূর্ণ
আর কিছু নেই শেখার,
অথচ জীবনভর ছাত্র থেকেও
রয়ে যায় প্রায় সবই অজানা
জীবনের কষ্টিপাথর যাচাই করা হলে
দেখলাম ডানে বামে সবই ফাঁকা
আমার সঞ্চয় প্রায় শূন্য।

মস্ত পৃথিবীর সবটাই অজানা
এমনি করেই যায় দিন,
একদম বোকা শিক্ষার্থী হয়ে
গলদঘর্ম হয়েছি এখন,
জীবনে যে সবটাই শেখার বাকী রয়ে গেছে
ছিলাম মোহগ্রস্ত, ছিলাম অহংকারের
তলাশূন্য পাত্র;
বিধাতা মুচকি হাসেন,
জীবনটা বড় অদ্ভূত শিক্ষালয়
কখন কীভাবে শিখি
কখন শিখতে গিয়ে হোঁচট খাই
বাড়ীর কাজ আজও হল না সম্পূর্ণ,
হবে না কখনও,
অসম্পূর্ণ খাতা আমার
আর তানসেন সুর তোলে
তা ধি না না তি না
সুর ভোলে লয় কেটে
বেসুরো পাগলা ঘোড়া চলে উন্মাদনায়।
১০/১০/২১